দুঃস্থ,অসুস্থ,অক্ষম,অবসরপ্রাপ্ত নাবিক, নাবিক পরিবারের নির্ভরশীল সদস্যদের চিকিৎসার্থে, মৃত নাবিকের পরিবারের নির্ভরশীল সদস্যদের চিকিৎসার্থে ও মৃত নাবিকের লাশ পরিবহন, দাফন -কাফনের জন্য নাবিক কল্যাণ তহবিল হতে “আর্থিক সাহায্যের আবেদন” অনলাইনে দাখিলের নিয়মাবলীঃ

১. দুঃস্থ, অসুস্থ, অক্ষম, অবসরপ্রাপ্ত নাবিক, নাবিক পরিবারের নির্ভরশীল সদস্যদের চিকিৎসার্থে, মৃত নাবিকের পরিবারের নির্ভরশীল সদস্যদের চিকিৎসার্থে ও মৃত নাবিকের লাশ পরিবহন দাফন-কাফনের জন্য নাবিক কল্যাণ তহবিল হতে “আর্থিক সাহায্যের আবেদন” করতে পারবেন;

২. নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর এর ওয়েব সাইট (www.dsw.portal.gov.bd) এ “আর্থিক সাহায্যের অনলাইন আবেদন” লিংকটিতে ক্লিক করে আর্থিক সাহায্যের আবেদন করতে হবে;

৩. ডাক্তারী প্রত্যয়ন পত্র ফর্ম ডাউনলোড করুন;

৪. ‘‘রেজিস্ট্রেশন’’ বাটনে ক্লিক করলে একটি পাতা আসবে। বৈধ সি.ডি.সি ধারী নাবিক ও তাদের পরিবার আর্থিক সাহায্যের আবেদন করার জন্য নাবিকের ধরণ : [(ক) দুঃস্থ, অসুস্থ, অক্ষম, অবসরপ্রাপ্ত নাবিক (শুধুমাত্র নাবিক),
(খ) নাবিক পরিবারের নির্ভরশীল সদস্যদের চিকিৎসার্থে (শুধুমাত্র নাবিক),
(গ) মৃত নাবিকের পরিবারের নির্ভরশীল সদস্যদের চিকিৎসার্থে (নাবিকের স্ত্রী /স্ত্রী জীবিত না থাকলে নির্ভরশীল সদস্য) ও
(ঘ) মৃত নাবিকের লাশ পরিবহন, দাফন -কাফনের জন্য (নাবিকের স্ত্রী /স্ত্রী জীবিত না থাকলে নির্ভরশীল সদস্য)] নাবিকের সিডিসি নম্বর উল্লেখ করতে হবে;

৫. নাবিকগণ প্রয়োজনীয় তথ্যাদি (সিডিসি নম্বর, মোবাইল নম্বর) দিয়ে ‘‘রেজিস্ট্রেশন করুন’’ বাটনে ক্লিক করার পর আবেদনকারীর মোবাইল নম্বরে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। এই কোড নম্বরটি দিয়ে ‘‘যাচাই করুন’’ বাটনে ক্লিক করলে “নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর” এর পক্ষ থেকে আপনাকে -অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে’’ এই ম্যাসেজটি দেখাবে। কোড প্রদানের সময়সীমা ৩০ সেকেন্ড অনলাইনে আবেদন করার জন্য নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরে একবারই রেজিস্ট্রেশন করতে হবে;

৬. “আর্থিক সাহায্য অনলাইন আবেদন’’ লিখাটিতে ক্লিক করে হোম পেইজ থেকে ‘‘লগইন’’ বাটনে ক্লিক করে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে;

৭. “আর্থিক সাহায্যের অনলাইন আবেদন” লিখাটিতে ক্লিক করে হোম পেইজ থেকে ‘‘লগইন’’ বাটনে ক্লিক করে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে;

৮. লগইন করার পর ড্যাসবোর্ড এর ‘‘আবেদনকারীর ছবি আপলোড করুন’’ বাটনে ক্লিক করে ছবি আপলোড করতে হবে;

৯. আর্থিক সাহায্যের আবেদন করার জন্য “আর্থিক সাহায্য অনলাইন আবেদন করতে এইখানে ক্লিক করুন’’ এই লিংকটিতে ক্লিক করে নির্দেশাবলী অনুযায়ী পরবর্তী ধাপে আবেদন ফরম পূরণ করতে হবে;

১০. আবেদন ফরমের প্রতিটি কলাম যথাযথভাবে পূরণ করে আবেদনকারী নাবিকের সি.ডি.সি, জাতীয় পরিচয় পত্র, ডাক্তারী ব্যবস্থাপত্র, টেস্ট রিপোর্ট, ডাক্তারী ব্যাবস্থাপত্র অনুযায়ী ঔষধ ক্রয়ের ভাউচার ও খরচের হিসাব বিবরণী, ক্লিনিক/হাসপাতালে ভর্তি হয়ে থাকলে ক্লিনিক/হাসপাতালের ছাড়পত্র, নির্ভরশীলতার সনদপত্র (স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য নয়),মৃত্যুর সনদপত্র, এবং আবেদনকারীর নিজের ব্যাংক হিসাবের এম.আই,সি.আর (MICR) চেকের পাতার স্ক্যান কপি আবেদনপত্রের সাথে Upload করতে হবে;

১১. আর্থিক সাহায্য অনলাইন আবেদন ফরম যথাযথ পুরুন করে দাখিল করার পর আবেদনকারী এক কপি প্রিন্ট করে সংরক্ষণ করবে; উক্ত প্রিন্ট কপিসহ আবেদনকারী/নাবিকের চিকিৎসার ডাক্তারী ব্যবস্থাপত্র, টেস্ট রিপোর্ট, ডাক্তারী ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ ক্রয়ের ভাউচার ও খরচের হিসাব বিবরণী, ক্লিনিক/হাসপাতালে ভর্তি হয়ে থাকলে ক্লিনিক/হাসপাতালের ছাড়পত্র, এর মূল কপিসহ সহকারী পরিচালক, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণি পরিদপ্তর,আঞ্চলিক কার্যালয়, সরকারি কার্যভবন-০১, নিচতলা কক্ষ নং ১৭২, আগ্রাবাদ, চট্টগ্রাম এর ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে ।

১২. ফরম যথাযথভাবে পূরণ করে ‘‘আবেদন সংরক্ষণ ও প্রিন্ট করুন’’ বাটনে ক্লিক করে আবেদন সংরক্ষণ করে প্রিন্ট করা যাবে;

১৩. Online-এ আবেদনপত্রে আবেদনকারী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

১৪. Online-এ আবেদন পূরণ করে সকল তথ্যের সঠিকতা যাচাই করে Submit করতে হবে।

১৫. উপরোক্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য নিম্নোক্ত ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা যেতে পারে।

ক) জনাব মিঠু ভৌমিক, উপপরিচালক (অ. দা.), নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, সিম্যান্স হোস্টেল, চট্টগ্রাম। মোবাইল নং-০১৭২৭-৬৭২০৬৭।
খ) জনাব এ.কে.এম জহিরুল ইসলাম, সহকারী পরিচালক (চ:দা), নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, আগ্রাবাদ, চট্টগ্রাম। মোবাইল নং- ০১৮১৯-২৮৯৭৪১।
গ) জনাব মোহাম্মদ শরীফ উজ্জামান, প্রধান সহকারী, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, আগ্রাবাদ চট্টগ্রাম। মোবাইল নং- ০১৮১৮-৬৫৩২৫৪।
ঘ) জনাব মোঃ মহিদুল ইসলাম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রাম। মোবাইল নং- ০১৭২৪-১১৮০১২।
রেজিস্ট্রেশন করুন