১. দুঃস্থ, অসুস্থ, অক্ষম, অবসরপ্রাপ্ত নাবিক, নাবিক পরিবারের নির্ভরশীল সদস্যদের চিকিৎসার্থে, মৃত নাবিকের পরিবারের নির্ভরশীল সদস্যদের চিকিৎসার্থে ও মৃত নাবিকের লাশ পরিবহন দাফন-কাফনের জন্য নাবিক কল্যাণ তহবিল হতে “আর্থিক সাহায্যের আবেদন” করতে পারবেন;
২. নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর এর ওয়েব সাইট (www.dsw.portal.gov.bd) এ “আর্থিক সাহায্যের অনলাইন আবেদন” লিংকটিতে ক্লিক করে আর্থিক সাহায্যের আবেদন করতে হবে;
৩. ডাক্তারী প্রত্যয়ন পত্র ফর্ম ডাউনলোড করুন;
৪. ‘‘রেজিস্ট্রেশন’’ বাটনে ক্লিক করলে একটি পাতা আসবে। বৈধ সি.ডি.সি ধারী নাবিক ও তাদের পরিবার আর্থিক
সাহায্যের আবেদন করার জন্য নাবিকের ধরণ : [(ক) দুঃস্থ, অসুস্থ, অক্ষম, অবসরপ্রাপ্ত নাবিক (শুধুমাত্র নাবিক),
(খ) নাবিক পরিবারের নির্ভরশীল সদস্যদের চিকিৎসার্থে (শুধুমাত্র নাবিক),
(গ) মৃত নাবিকের পরিবারের নির্ভরশীল
সদস্যদের চিকিৎসার্থে (নাবিকের স্ত্রী /স্ত্রী জীবিত না থাকলে নির্ভরশীল সদস্য) ও
(ঘ) মৃত নাবিকের লাশ পরিবহন,
দাফন -কাফনের জন্য (নাবিকের স্ত্রী /স্ত্রী জীবিত না থাকলে নির্ভরশীল সদস্য)] নাবিকের সিডিসি নম্বর উল্লেখ
করতে হবে;
৫. নাবিকগণ প্রয়োজনীয় তথ্যাদি (সিডিসি নম্বর, মোবাইল নম্বর) দিয়ে ‘‘রেজিস্ট্রেশন করুন’’ বাটনে ক্লিক করার পর আবেদনকারীর মোবাইল নম্বরে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। এই কোড নম্বরটি দিয়ে ‘‘যাচাই করুন’’ বাটনে ক্লিক করলে “নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর” এর পক্ষ থেকে আপনাকে -অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে’’ এই ম্যাসেজটি দেখাবে। কোড প্রদানের সময়সীমা ৩০ সেকেন্ড অনলাইনে আবেদন করার জন্য নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরে একবারই রেজিস্ট্রেশন করতে হবে;
৬. “আর্থিক সাহায্য অনলাইন আবেদন’’ লিখাটিতে ক্লিক করে হোম পেইজ থেকে ‘‘লগইন’’ বাটনে ক্লিক করে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে;
৭. “আর্থিক সাহায্যের অনলাইন আবেদন” লিখাটিতে ক্লিক করে হোম পেইজ থেকে ‘‘লগইন’’ বাটনে ক্লিক করে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে;
৮. লগইন করার পর ড্যাসবোর্ড এর ‘‘আবেদনকারীর ছবি আপলোড করুন’’ বাটনে ক্লিক করে ছবি আপলোড করতে হবে;
৯. আর্থিক সাহায্যের আবেদন করার জন্য “আর্থিক সাহায্য অনলাইন আবেদন করতে এইখানে ক্লিক করুন’’ এই লিংকটিতে ক্লিক করে নির্দেশাবলী অনুযায়ী পরবর্তী ধাপে আবেদন ফরম পূরণ করতে হবে;
১০. আবেদন ফরমের প্রতিটি কলাম যথাযথভাবে পূরণ করে আবেদনকারী নাবিকের সি.ডি.সি, জাতীয় পরিচয় পত্র, ডাক্তারী ব্যবস্থাপত্র, টেস্ট রিপোর্ট, ডাক্তারী ব্যাবস্থাপত্র অনুযায়ী ঔষধ ক্রয়ের ভাউচার ও খরচের হিসাব বিবরণী, ক্লিনিক/হাসপাতালে ভর্তি হয়ে থাকলে ক্লিনিক/হাসপাতালের ছাড়পত্র, নির্ভরশীলতার সনদপত্র (স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য নয়),মৃত্যুর সনদপত্র, এবং আবেদনকারীর নিজের ব্যাংক হিসাবের এম.আই,সি.আর (MICR) চেকের পাতার স্ক্যান কপি আবেদনপত্রের সাথে Upload করতে হবে;
১১. আর্থিক সাহায্য অনলাইন আবেদন ফরম যথাযথ পুরুন করে দাখিল করার পর আবেদনকারী এক কপি প্রিন্ট করে সংরক্ষণ করবে; উক্ত প্রিন্ট কপিসহ আবেদনকারী/নাবিকের চিকিৎসার ডাক্তারী ব্যবস্থাপত্র, টেস্ট রিপোর্ট, ডাক্তারী ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ ক্রয়ের ভাউচার ও খরচের হিসাব বিবরণী, ক্লিনিক/হাসপাতালে ভর্তি হয়ে থাকলে ক্লিনিক/হাসপাতালের ছাড়পত্র, এর মূল কপিসহ সহকারী পরিচালক, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণি পরিদপ্তর,আঞ্চলিক কার্যালয়, সরকারি কার্যভবন-০১, নিচতলা কক্ষ নং ১৭২, আগ্রাবাদ, চট্টগ্রাম এর ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে ।
১২. ফরম যথাযথভাবে পূরণ করে ‘‘আবেদন সংরক্ষণ ও প্রিন্ট করুন’’ বাটনে ক্লিক করে আবেদন সংরক্ষণ করে প্রিন্ট করা যাবে;
১৩. Online-এ আবেদনপত্রে আবেদনকারী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
১৪. Online-এ আবেদন পূরণ করে সকল তথ্যের সঠিকতা যাচাই করে Submit করতে হবে।
১৫. উপরোক্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য নিম্নোক্ত ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা যেতে পারে।
ক) মিঠু ভৌমিক, উপপরিচালক(অ.দা.), নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, চট্টগ্রাম (01727672067)